Shundori Rani Lyrics-Tanzil Hasan (সুন্দরী রাণী) Ft. Ariyan Mohidul
Song: Sundori Rani
Singer: Ariyan Mohidul
Lyrics & Tune: Ariyan Mohidul
Flute: Munshi Jewel
Music: Tanzil Hasan
Starring: Sayeem
Starring: Tamanna
Shundori Rani Lyrics-Tanzil Hasan (সুন্দরী রাণী)
সুন্দরী রানী আমার মন করিলা চুরি
কোন গ্রামে বাড়ি তোমার লইয়া যাবে নাকি
সুন্দরী রানী আমার মন করিলা চুরি
কোন গ্রামে বাড়ি তোমার লইয়া যাবে নাকি
দিবা নিশি ভাবি তোমায়
দিবা নিশি ভাবি তোমায়
আঁধার হইতে রাতি
লইয়া যাবে নাকি
সুন্দরী রানী
সুন্দরী রানী
সুন্দরী রানী
ব্যথা দিয়া আমার মনে
ব্যথা দিয়া আমার মনে
কোন দেশে পালাইলি
হায়রে কোন দেশে পালাইলি
স্বপ্ন তো দেখি আমি
স্বপ্ন তো দেখি আমি
আঁধার হইতে রাতি
আমার লইয়া যাবে নাকি
সুন্দরী রানী আমার মন করিলা চুরি
কোন গ্রামে বাড়ি আমায় লইয়া যাবে নাকি
সুন্দরী রানী
সুন্দরী রানী
কলিজায় তো মারছ ছুরি
কলিজায় তো মারছ ছুরি
কার বা হাতে পইরা
তুমি কার বা হাতে পইরা
জাইবা নাকি আমায় ছাড়ি
জাইবা নাকি আমায় ছাড়ি
অন্য কারো হইয়া
তুমি অন্য কারো হইয়া
সুন্দরী রানী আমার মন করিলা চুরি
কোন গ্রামে বাড়ি তোমার লইয়া যাবে নাকি
সুন্দরী রানী আমার মন করিলা চুরি
কোন গ্রামে বাড়ি তোমার লইয়া যাবে নাকি
#ShundoriRani #AriyanMohidul #TanzilHasan #EagleMusic #EagleTeam
Lyrics bhul ace
ReplyDeleteThanks ! we are updating very soon
Delete